প্রধান শিক্ষকের বক্তব্য

মেধা বিকাশ ও মেধা বিস্থার আর প্রায়োগিক দড়াতা নাতের জন্য প্রয়োজন উপর্যুক্ত ও সার্থক শিড়ণা প্রতিষ্ঠান। মহেশখালী মডেল হাই স্কুল তার সূচনাকাল থেকে জ্ঞান, বিজ্ঞান আর নিপুন সাহিত্য চর্চার সুতিকাগার হিসাবে কাজ করে আসছে। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতা আর মেধা বিকাশে বিদ্যালয়ের ভুমিকা ও এর অবদান অনস্বীকার্য। মহেশখালী উপজেলার গণ্য-মান্য বিশিষ্ঠ সকল বিদ্যৎসাহী ব্যক্তি এই বিদ্যালয়ের সাথে লেখাপড়া ও পরিচালনার সাথে সংশিস্নষ্ঠ ছিলেন। বর্তমানে ২ সহস্রাধিক শিড়ঙ্গার্থী সকল সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে এখানে লেখাপড়া করছে। এমপিওভূক্ত ও নন এমপিও অতিথি শিড়াক মিলিয়ে এখানে প্রায় ৩০ (ত্রিশ) জন শিড়াক পাঠদানে ব্যাস্থ আছেন। বিদ্যালয়ের প্রধান শিড়াক হিসাবে এর উত্তোরোত্তর উন্নতি আর সুনাম আমার কামনা। প্রতিটি বিভাগে বিদ্যালয়টি কৃতিত্ব আর যোগ্যতা ও দড়াতার স্বাড়ার রাখুক এটাই বিদ্যালয়ের সাথে সংশিস্নষ্ট অপরাপর সবার মত আমারও কামনা। বিদ্যালয়ের নামে ওয়েব সাইট চালু হচ্ছে এটা একটা সফলতার পালক। বিদ্যালয়ের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সুখ্যাতি আনুক।

ধন্যবাদান্নে
(মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের)
প্রধান শিক্ষক
মহেশখালী মডেল হাই স্কুল